.Mar 14, 2019
Wifi কে Bluetooth দিয়ে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করুন!
আসসালামু আলাইকুম
মনে করুন আপনার বন্ধুর বা অন্য কারো মোবাইলে ওয়াইফাই কানেক্ট আছে আপনি সেই ওয়াইফাইকে ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করে চালাবেন। তো যাই যউক চলুন প্রসেস টা দেখা নেওয়া যাক
প্রথমে ওয়াইফাই কানেক্ট থাকা মোবাইলে নিম্নের কাজ গুলো করে নিন।
ওয়াইফাই কানেক্ট থাকা মোবাইল
প্রথমে মোবাইলের সেটিং এ যান

তারপর স্ক্রিনশটে দেখানো more অপশনে ক্লিক করেন

তারপর Tethering & portable hotspot এখানে ক্লিক করুন


তারপর Blutooth tethering অপশন টা অন করে দিন।

মোটামুটি যার মোবাইল থেকে ওয়াইফাই শেয়ার নিবেন সেটাতে কাজ শেষ!
.
এখন যে মোবাইলে ওয়াইফাই শেয়ার করে ইন্টারনেট ইউজ করবেন সেটাতে ব্লুটুথ অন করে সার্চ করুন।


তারপর Pair করুন
তারপর উভয় মোবাইল থেকে Yes করে দিন।
....
Pair হয়ে গেলে নিচের মত সেটিং আসবে। স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করুন।
তারপর Internet access টা অন করে দেন।

তারপর Ok দেন।
সফলভাবে কানেক্ট হলে নিচের মত ব্লুটুথ চিহ্নটা আসবে
কিছু প্রুফ দেখে নেওয়া যাউক।
এবার চালাতে থাকুন ইন্টারনেট!
মোবাইল ভাল হলে স্পিড অনেক ভালই পাবেন স্যামসাং মোবাইল থেকে শেয়ার করলে স্পিড ভালই পাওয়া যায়!
কোথাও ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবেন।
আর না বুঝলে কমেন্ট করতে ভুলবেন না😊




Comment section