আসসালামু আলাইকুম
Welcome to Netview24
প্রথমে বলেই রাখি এটা সিম্পল বিষয় অনেকেই জানে বাট আবার অনেকেই জানে না তাই যারা জানেন তারা পোস্ট টা ইগনোর করতে পারেন।
এখন আসি মেইন পোস্টে, দেখা যায় আমরা অনেক সাইটে একাউন্ট খুলে রাখি অথবা অনেক কয়েকটা ফেসবুক একাউন্ট লগিন করে রাখি অথবা জিমেইল লগিন করে রাখি কিন্তু দেখা যায় এগুলার অধিকাংশ পাসওয়ার্ড আমাদের মনে থাকে না!
আমরা এই পাসওয়ার্ড গুলো দেখতে পারবো যদি এগুলো Chrome ব্রাউজারে লগিন করি আর লগিন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখি।
আমরা এই পাসওয়ার্ড গুলো দেখতে পারবো যদি এগুলো Chrome ব্রাউজারে লগিন করি আর লগিন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখি।
আর আপনারা চাইলেও যে কারো সেভ করা পাসওয়ার্ড তার মোবাইল টা নিয়ে ১ মিনিটে দেখে নিতে পারেন! বাট এটা যাস্ট শেখার জন্য কারো ক্ষতি করার জন্য নয়।
চলুন প্রোসেস টা দেখে নেওয়া যাক।
প্রথমে Chrome ব্রাউজার টা ওপেন করুন তারপর নিচের স্ক্রিনশটে দেখানো তিন ডটের যায়গায় ক্লিক করুন।
প্রথমে Chrome ব্রাউজার টা ওপেন করুন তারপর নিচের স্ক্রিনশটে দেখানো তিন ডটের যায়গায় ক্লিক করুন।