আজ আমি আপনাদের শিখাব কি করে
আপনার মোবাইল থেকে Log Out করে
দিবেন বন্দুর মোবাইলে অথবা
কম্পিউটারে Log In থাকা আপনার
Facebook Account টি।দরুন আপনি আপনার
বন্দুর মোবাইল দিয়ে অথবা বন্দুর
কম্পিউটার দিয়ে আপনার Facebook ID Log
In করে Facebook Use করতেছেন হঠাৎ বন্দুর
মোবাইলের চার্জ শেষ হয়ে গেল &
মোবাইল Off হয়ে গেল অথবা কম্পিউটার
দিয়ে Facebook Use করার সময় কারেন্ট
চলে গেল কিন্তু আপনার Facebook ID টা
Log Out করতে পারলেন না তখন কি হবে
আপনার বন্দু পরে মোবাইল চার্জ দিয়ে
অথবা কারেন্ট আসলে কম্পিউটার On
করে যখন Facebook এ ডুকবে তখন আপনার ID
টাই Log In পাবে আর বন্দু যদি Facebook ID
Log In পায় তাহলে সে কি কি করতে
পারে সেটা আপনার চাইতে ভাল আর
কে জানে । তখন আপনি কি করবেন ?
যদি এমন হয় আপনার মোবাইল থেকে
আপনার Facebook ID Log In করে আপনার
বন্দুর মোবাইলে অথবা বন্দুর
কম্পিউটারে আপনার Log In থাকা
Facebook ID Log Out করা যায় তাহলে
কেমন হয় ?খুব মজা হবে না ? হ্যা br />
এইটা ও সম্ভব তাহলে আসেন দেখি কি
ভাবে এইটা করা যায় । পরীক্ষা মূলক
ভাবে দেখতে চাইলে নিচের নিয়ম
অনুযাযী কাজ করেন আপনার যদি২টা
মোবাইল থাকে অথবা ১টা কম্পিউটার
থাকে তাহলে যে কোন ১টা তে
আপনার Facebook ID Log In করে রেখে
দিন। ধরুন আপনি আপনার কম্পিউটারে
আপনার Facebook ID Log In করে রাখছেন।
এখন আপনার কম্পিউটারে Log In থাকা
Facebook ID টা আপনার মোবাইলে Log In
করেন & পরের Step গুলা Follow করেন
আপনার Facebook Account এর একেবারে
নিচে গিয়ে Settings এ ক্লিক করেন
তারপর Security তে ক্লিক করেন তারপর
Active Sessions এ ক্লিক করেন আর এখানেই
আপনার আসল কাজ এখানে ৩টা অপশন
পাবেন ১.Your Active Sessions.... ২.Current
Session.... ৩.Last Accessed:... ২ নাম্বার
Current Session অপশন টায় বুঝায়এখন আপনার
মোবাইলে Log In আছে আপনার Facebook
ID আর ৩ নাম্বার Last Accessed: অপশন টায়
বুঝাবে আপনার কম্পিউটারে Log In
থাকা আপনার Facebook ID এবার Log Out
এর পালা কি ভাবে Log Out করবেন
আপনার মোবাইল থেকে আপনার
কম্পিউটারে Log In থাকা আপনার
Facebook ID তাহলে দেখেন ওখানে Last
Accessed br /> নামে যে অপশন টা আসে
তার ডান দিকে দেখেন ১টা ছোট বক্স আছে বক্স টার উপর ক্লিক করেন।