.Nov 30, 2018
Navigation Bar কে চমৎকার এবং নতুন স্টাইল দিন। সাথে S9 এর নেভিগেশন বার তো থাকছেই
আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো নেভিগেশন বার। যেখানে Back, Home & Recent বাটন থাকে। এগুলো অতি ব্যবহার্য বাটন।
অনেকে মোবাইলের নেভিগেশন বার থাকে না। বদলে বাটন থাকে। তারা অনলাইন থেকে Navigation Bar অ্যাপ ব্যবহার করে। অনেকে তা ব্যবহার করে স্টাইলের জন্য এবং মেবাইলকে লুক দিবার জন্য। আবার অনেক হোম বাটনকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য।
যাই করা হোক না কেন, Navigation Bar অ্যাপটা অনেকেই ব্যবহার করে। এখানে এই অ্যাপ দিয়ে নেভিগেশন বারকে স্টাইলিশ এবং নতুন করার টিউটোরিয়াল দিব। এমনকি S9 এর নেভিগেশন বার দেখাব।
যারা এখনো Navigation Bar অ্যাপটা  ডাউনলোড করে নিন
download here

ডাউনলোড হলে Navigation Bar অ্যাপটা ওপেন করুন।

GO TO SETTING” এ ক্লিক করুন।
Navigation Bar” এ ক্লিক করুন।
Navigation Bar, On করে দিন।
OK” চাপুন।
Height “100%” দেওয়া থাকবে। “73%” করে নিন।
এরপর “Background Color” ক্লিক করুন।


একটু নিচে গিয়ে “Transparency” “100%” করে “Select” ক্লিক করুন।
Hide on Keyboard appear” অপশনটা সিলেক্ট করুন।
Lock the bar” অপশনটাও সিলেক্ট করুন।

“THEME” মেনুতে গিয়ে “Custom” অন করুন

এবার দেখুন, মোবাইলের নেভিগেশন বারের লুক।
এভাবে আপনার নেভিগেশন বারকে স্টাইলিশ ও নতুন করতে পারবেন। আর S9 এর নেভিগেশন বারটি তো ব্যবহার করতেই পারবেন।
Comment section